লিগের শুরুতেই নিজেদের মাঠে বড় ধাক্কা খেয়েছে ইন্টার মিলান। রবিবার রাতে সেরি আতে নিজেদের মাঠের খেলায় তারা উদিনিসের কাছে হেরে গেছে। প্রথম গোল করেও ২-১ গোলে হার তাদের।
এই হারের ফলে পয়েন্ট টেবিলে বড় ধরণের অবনমন হয়েছে দলটির। দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে নেমে এসেছে ছয়ে। এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে উদিনিস। শীর্ষে থাকা দল নাপোলির পয়েন্ট ৬। জুভেন্টাস, রোমা আর ক্রিমোনিসের পয়েন্টও ৬।
প্রথম ম্যাচে জয় পাওয়া ইন্টার মিলান এদিন দারুণভাবে লড়াই শুরু করেছিল। ডেনজেল ডামফ্রাইসের গোলে ১৭ মিনিটেই তারা এগিয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচে ফিরতে মোটেও দেরি করেনি উদিনিস। পেনাল্টি থেকে ২৯ মিনিটে গোল করে দলকে সমতায় নিয়ে আসেন কেইনান ডেভিস। জয়সূচক গোল পেতেও খুব বেশি দেরি করতে হয়নি উদিনিসকে। ৪০ মিনিটেরর সময় আর্থার আতার গোলে তারা এগিয়ে যায়।
প্রথম ম্যাচে ৫-০ গোলে জয় পাওয়া ইন্টার মিলান দ্বিতীয়ার্ধে ফেরার চেষ্টা করেছে। সুযোগও পেয়েছে, কিন্তু সে সুযোগ গোলে রূপ দিতে পারেনি। ফলে দ্বিতীয় ম্যাচে এসেই তাদের হার দেখতে হলো।
