এচেভেরিকে পাওয়ার লড়াইয়ে এগিয়ে ম্যানসিটি

আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের শিরোপা এনে দিতে পারেননি ক্লদিও এচেভেরি। এমনকি হতে পারেননি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। স্থান নির্ধারনী ম্যাচে হেরে আর্জেন্টিনা হয়েছে চতুর্থ। ৫ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন। সাত ম্যাচে প্রায় ৫০০ মিনিট মাঠে থেকে এই আর্জেন্টাইন এখন বিশ্ববাসীর হৃদয় কেড়েছেন।

নতুন মেসি নামও পেয়েছেন। আর নতুন মেসি নাম পেলে যা হওয়ার তাই হয়েছে। তাকে নিয়ে ইউরোপের শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে কাড়াকাড়ি তৈরি হয়েছে।

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ত জার্মেই, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, এসি মিলান এই মিডফিল্ডারকে তাদের রাডারে রেখেছে। তাকে দলে পেতে উঠে পড়ে লেগেছে।

এর মধ্যে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি সবার থেকে এগিয়ে রয়েছে।

১৭ বছর বয়সী রিভার প্লেটের এ খেলোয়াড়কে দলে ভেড়াতে অন্যদের টেক্কা দিতে চলেছে। ফুটবল ইনসাইডার এ ফ্যাব্রিজিও রোমানো এ তথ্য জানিয়েছেন।

রিভার প্লেটের এ বিষ্ময় বালকের জন্য ম্যানচেস্টার সিটি ২০ মিলিয়নেরও বেশি ডলার নিয়ে প্রস্তুত রয়েছে। শুধু এই অর্থ নয়, এর সঙ্গে বিভিন্ন ধরণের বাড়তি অর্থেরও ব্যবস্থা রয়েছে।

রিভার প্লেট এখনো এ বিষয়ে কিছু জানায়নি। তবে চুপ থাকারও উপায় নেই। একদিকে এচেভেরির সঙ্গে রিভার প্লেটের চুক্তি শেষ হতে চলেছে। অন্যদিকে বিপুল অর্থের হাতছানি।

অনুর্ধ্ব-১৭ দলের হয়ে এচেভেরি এ পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১২টি, আর গোলের রূপকার ছিলেন পাঁচটিতে।

এবারের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে একটা হ্যাটট্রিকও ছিল তার। ম্যাচে তার পারফরম্যান্স ফুটবল ভক্তদের বারবার মেসিকে স্মরণ করিয়ে দিচ্ছিল। লিওনেল মেসির মতো করে একের পর এক গোল করেছিলেন।

রিভার প্লেটের হয়ে সিনিয়র দলেও ম্যাচ খেলেছেন এচেভেরি। খুব বেশি   ছাপ রাখতে পারেননি, তবে একটা গোলের রূপকার ছিলেন তিনি।

Exit mobile version