ক্লাব বিশ্ব কাপে শুভ সূচনা করেছে ইংলিশ ক্লাব চেলসি। সোমবার রাতে তারা ২-০ গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলস এফসিকে। উভয়ার্ধে একটি করে গোল পায় চেলসি। পেদ্রো নেতো ও এঞ্জো ফার্নান্দেজ গোল করেছেন। এ জয়ের ফলে ‘ডি’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি।
চেলসি ৩৪ মিনিটে প্রথম গোলটি পায়। নিকোলাস জ্যাকসনের পাস থেকে বল পেয়ে নেতো গোল করে দলকে এগিয়ে নেন। দারুণ এক শটে গোলরক্ষক হগো লোরিসকে পরাভূত করেন। ৫৪ মিনিটে চেলসি ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু এ তাদের এ প্রচেষ্টা রুখে দেন এলএএফসি’র গোলরক্ষক।
চেলসি তাদের জয় নিশ্চিত করা গোলটি পায় ৭৯ মিনিটে। এঞ্জো ফার্নান্দেজ করেন গোলটি। ফার্নান্দেজের এ গোলের রূপকার ছিলেন দেলাপ। ইংলিশ তারকা দেলাম এ মাসের শুরুতে ইপসউইচ টাউন থেকে চেলসিতে যোগ দেওয়ার পর এটাই ছিল তার প্রথম ম্যাচ।
চেলসি তাদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে। আর এলএএফসি খেলবে ইএস তিউনিসের বিপক্ষে।