কোপা দেল রেতে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে তারা। এনড্রিক করেছেন একমাত্র গোলটি।
ম্যাচে রিয়াল মাদ্রিদের তাদের সেরা তারকাদের বেশিরভাগকে মাঠের বাইরে রেখে দল সাজিয়েছিল। তারপরও কাঙ্খিত লক্ষ্য অর্জনে কোনো সমস্যা হয়নি। দ্বিতীয় সারির দল নিয়েও ম্যাচের শুরু থেকে আধিপত্য করেছে রিয়াল মাদ্রিদ। ১৯ মিনিটের সময় ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এনড্রিক এক প্রতি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এই এক গোলেই রিয়াল মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ব্যবধান বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। একের পর এক আক্রমণ চালিয়েছে। কিন্তু রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে তাদের পক্ষে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।
আগামী ১ এপ্রিল ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। নিজেদের মাঠে খেলায় হওয়ায় এ ম্যাচে নিশ্চিতভাবে রিয়াল মাদ্রিদ সুবিধাজনক অবস্থায় থাকবে।
কোপা দেল রে’র অন্য সেমিফাইনালে খেলছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। আগের দিন অনুষ্ঠিত ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়।