এফএ কাপ থেকে চেলসির বিদায়

ব্রাইটন ও চেলসির খেলার দৃশ্য

এফএ কাপে খুব বেশি দূর যাওয়া হলো না চেলসির। ব্রাইটন অ্যান্ড হোভের কাছে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ডে বিদায় নিয়েছে চেলসি। তাদের ২-১ গোলে হারিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ পঞ্চম রাউন্ডে পৌঁছেছে।

ম্যাচের শুরুতে আত্মঘাতি গোলে ব্রাইটন পিছিয়ে পড়ে। মাত্র পঞ্চম মিনিটে চেলসিকে এগিয়ে দেন বার্ট ভারব্রুগেন। তবে সমতা ফেরাতে কোনো সময় নেয়নি ব্রাইটন। দ্বাদশ মিনিটে ব্রাইটন সমতায় ফেরে। তবে জয়সূচক গোল পেতে বড় সময় অপেক্ষা করতে হয়। ৫৭ মিনিটে কাওরো মিতোমার গোলে জয় নিশ্চিত হয়।

দুর্ভাগ্য চেলসির। ম্যাচের শুরুতে পাওয়া গোল কাজে লাগাতে পারেনি। এফএ কাপে আটবারের চ্যাম্পিয়ন চেলসি বিরতির আগেই ব্যবধান বাড়িয়ে নিতে পারতো। কিন্তু পালমার সেই সুযোগটা নষ্ট করেন। এই হারের মধ্যে দিয়ে চেলসি তাদের অসহায়ত্ব আরো পরিস্কার তুললো। গত ডিসেম্বর থেকে দলটি অ্যাওয়েতে কোনো জয় পায়নি।

Exit mobile version