এফএ কাপে এক রোববার রাতে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। দুর্বল দল প্লিমাউথ আর্গাইলের কাছে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে লিভারপুল। জয়ী দলের হয়ে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন রায়ান হার্ডি।
ভূমিকম্প হয়ে যাওয়ার মতো এক ঘটনা এটি। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে লিভারপুল। শুধু কি তাই, নতুন ফরম্যাটের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ দলের টুর্নামেন্টে সবার উপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে তারা। অন্যদিকে ২৪ দলের চ্যাম্পিয়নশিপে সবার নিচে রয়েছে প্লিমাউথ।
৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রায়ান হার্ডি। মূলত এ ম্যাচে লিভারপুলের দ্বিতীয় সারির দল মাঠে নামিয়েছিল। তাদের সামনে প্লিমাউথের গোলরক্ষক কনর হ্যাজার্ড তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি একের পর এক আক্রমণ রুখে দিয়েছেন।
এই হার লিভারপুলের জন্য বড় এক ধাক্কা। মৌসুমের কোয়াড্রপল বা চার শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল তাদের। এখন তারা প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ লিগ কাপে টিকে রয়েছে।