এএফসি চ্যালেঞ্জ লীগের প্লে অফ থেকেই বিদায় নিলো আবাহনী লিমিটেড। আজ ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্লে অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব এ এফ এফসি মুরাস ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আকাশী নীল জার্সিধারীরা।
জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে শক্তিমত্তায় অনেক পিছিয়ে ছিল ঢাকা আবাহনী। তবুও রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলে প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে মারেফুল হকের ছেলেরা। ম্যাচের একেবারে শেষ দিকে হজম করতে হয় আরও এক গোল।
বিদেশি কোটায় ইউক্রেনের একাধিক ফুটবলার নিয়ে ঢাকায় এসেছিল এফসি মুরাস। পাশাপাশি তাদের স্কোয়াডে ছিলো কিরগিজস্তান জাতীয় দলের পাঁচ ফুটবলার। অন্যদিকে আবাহনীর একমাত্র বিদেশি ফুটবলার ছিলেন মোহামেডান থেকে আসা সুলেমান দিয়াবাতে।
