এবার উপার্জনের ক্ষেত্রেও নতুন রেকর্ড রোনালদোর!

রোনালদো

রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো কেবল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ই নন, অর্থনৈতিক দিক থেকেও তিনি যেন এক অনন্য উদাহরণ। বিভিন্ন আয়ের উৎস—ক্যারিয়ারের বেতন, বিনিয়োগ, ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট মিলিয়ে তার সম্পদের পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধুমাত্র বেতন থেকেই রোনালদো আয় করেছেন ৫৫ কোটি ডলারের বেশি। পাশাপাশি বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে যুক্ত থেকেও বিপুল অর্থ উপার্জন করেছেন তিনি। বিশেষভাবে উল্লেখযোগ্য তার নাইকির সঙ্গে ১০ বছর মেয়াদি বাৎসরিক প্রায় ১ কোটি ৮০ লাখ ডলারের চুক্তি, যা ফুটবল ইতিহাসের অন্যতম বড় স্পন্সর চুক্তি।

ইউরোপের ফুটবল অধ্যায় শেষ করে রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দেন এক অভূতপূর্ব ২০ কোটি মার্কিন ডলারের করমুক্ত চুক্তিতে। এই চুক্তির মাধ্যমেই তিনি বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হয়ে ওঠেন। মূল চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২5 সালের জুনে, কিন্তু তার আগেই রোনালদো আরও দুই বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, যার মূল্য প্রায় ৪০ কোটি ডলার, জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সবশেষে, ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, টানা তিন বছর ধরে বিশ্বের সর্বাধিক আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছেন রোনালদো। মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরেও এই পর্তুগিজ তারকা নিজের ব্র্যান্ড ভ্যালু ও ব্যবসায়িক বুদ্ধিমত্তায় প্রমাণ করেছেন—তিনি কেবল ফুটবলার নন, আধুনিক ফুটবলের সবচেয়ে সফল উদ্যোক্তাদের একজন।

Exit mobile version