এভারটনের কাছে ম্যানইউর লজ্জার হার
এভারটনের কাছে হতভম্ব ম্যানইউ , ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের শুরুতেই সুবিধা পেয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের মিডফিল্ডার ইদ্রিসা গুয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তারপরও নিজেদের মাঠের খেলায় সমর্থকদের স্বস্তি এনে দিতে পারেনি ম্যানইউ। লম্বা একটা সময় একজন বেশি নিয়ে খেলেও তারা হেরেছে। ১-০ গোলে জয় এভারটনের।
ইদ্রিসা গুয়ের লাল কার্ড বিষ্ময়কর এক ঘটনা। প্রতিপক্ষ নয়, উত্তপ্ত বিতর্কের পর নিজ দলের খেলোয়াড়কে চড় মারার কারণে সরাসরি লাল কার্ড দেখেন ইদ্রিসা। এই কার্ড যেন তাতিয়ে দেয় এভারটনকে। লাল কার্ড দেখার মাত্র ১৬ মিনিট পর এভারটন পেয়ে যায় ম্যাচের একমাত্র গোলটি। কিয়েরান হল ২৯ মিনিটে গোলটি করেন।
এভারটনের ম্যানেজার ডেভিড ময়েসের জন্য এটা ছিল এক অম্ল মধুর রাত। ইদ্রিসের লাল কার্ড যেমন তাকে লজ্জায় ডুবিয়েছে তেমনি কিয়েরান হলের গোল তাকে উচ্ছ্বসিত করেছে। সফরকারী কোচ হিসেবে এই প্রথম ওল্ড ট্রাফোর্ডে জয়ের দেখা পেলেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটা ছিল ভয়ঙ্কর এক রাত। ম্যাচের আগে ম্যানইউ খেলোয়াড়রা ক্লাবের সাবেক তারকা জর্জ বেস্টকে সম্মান জানায়। এদিন ছিল বেস্টের ২০তম মৃত্যুবার্ষিকী। কিন্তু ম্যাচ শুরু হতে না হতেই ঘটে যায় অঘটন। দশম মিনিটে ইনজুরির কারণে এভারটনের অধিনায়ক সিমাস কোলম্যান মাঠ থেকে উঠে যান। তার পরিবর্তে মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পান জ্যাক ও’ব্রায়ান। তার তিন মিনিট পর ঘটে যায় অঘটন। এ ঘটনার পর ম্যানইউয়ের সুবিধাজনক অবস্থায় থাকার কথা থাকলেও তারা সে সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয়। এতে এভারটনের কাছে হতভম্ব ম্যানইউ – লাল কার্ডের পর ম্যাচ উল্টো দিকে ঘুরে গেল।
এ ম্যাচে হারের ফলে ১২ ম্যাচ শেষে ম্যানইউয়ের পয়েন্ট ১৮। জয়ের ফলে এভারটন উঠে এসেছে ম্যানইউয়ের পাশে। তাদেরও পয়েন্ট ১৮। ম্যানইউয়ের অবস্থান দশে, এভারটন এগারতে।
