এভারটনের সঙ্গে ম্যানইউ’র ড্র

প্রীতি ম্যাচ

গোলের পর ম্যানইউ খেলোয়াড়দের উচ্ছ্বাস। তবে ম্যাচ শেষে এই উচ্ছ্বাস থাকেনি

সময়টা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মোটেও ভালো যাচ্ছে না। গত মৌসুমে লিগে যেমন ভালো করতে পারেনি নতুন মৌসুমে সে অবস্থা থেকে বের হয়ে আসার কোনো লক্ষণ তারা দেখাতে পারছে না। প্রীতি ম্যাচে এভারটনের সঙ্গে সোমবার তারা ২-২ গোলে ড্র করেছে। যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

দুর্ভাগ্য ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল তাদের। দুইবার গোল করে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়।

ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টিতে গোল করে ১৯ মিনিটের সময় দলকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু এ গোলটি তারা ধরে রাখতে পারেনি। বিরতির আগেই গোল ফিরিয়ে দেয় এভারটন। ইলিমান এনদিয়ায়ে বিরতির বাঁশি বাজার পাঁচ মিনিট আগে গোল করে সমতায় ফেরান।

বিরতির পর ম্যাসন মাউন্ট গোল করে আবার ম্যানইউকে এগিয়ে নেন। এ গোলটিও তারা ধরে রাখতে পারেনি। এবার আর এভারটন গোল করেনি। ম্যানইউয়ের আইডেন হেভেন তাদেরকে গোলটি উপহার দেন, অর্থাৎ আত্মঘাতি গোলের সুবাদে এভারটন খেলায় ফিরে আসে। ৭৫ মিনিটে এ গোলের পর আর কোনো দলই গোলের দেখা পায়নি।

Exit mobile version