কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে প্যারিস সেন্ট জার্মেইয়ে চলছে অস্থিরতা। তারই ধারাবাহিকতায় ঘরোয়া লিগে টানা দুই ম্যাচে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। টানা দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছে দলটি। সর্বশেষ শুক্রবার রাতে শিরোপা প্রত্যাশী দলটি এএস মোনাকোর সঙ্গে অ্যাওয়েতে গোলশূন্য ড্র করেছে।
আগের ম্যাচে রেনের সঙ্গে ড্র করেছিল পিএসজি। এ দুই ম্যাচেই কোচ লুই এনরিকে দলের সেরা খেলোয়াড়টিকে প্রথম একাদশে রাখলেও পরবর্তীতে ঠিকই মাঠ থেকে তুলে নিয়েছেন। প্রথম ম্যাচে এমবাপ্পেকে তুলে নেওয়া সম্পর্কে কোচ এনরিকে বলেছিলেন, যেহেতু এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে একটা গুঞ্জন রয়েছে সেহেতু তাকে ছাড়াই আমাদের এখন খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তারই ধারাবাহিকতায় এ ম্যাচেও তাকে তুলে নেওয়া হয়। বিষয়টি এনরিকে নিজেও পরিস্কার করেছেন।
এমবাপ্পেকে তুলে নেওয়া সম্পর্কে তিনি বলেন, ইনজুরি বা এ ধরণের কোনো সমস্যার কারণে তাকে তুলে নেওয়া হয়নি। দলের প্রয়োজনে খেলোয়াড় বদল করা হয়েছে।
মোনাকোর কাছে পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রাখা নিয়ে পিএসজির কোনো সমস্যা হয়নি। ৫৫ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিয়ে চলেছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্টের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১২। মোনাকো রয়েছে তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট ৪২। এ দলটি নিজেদের মাঠে এ মৌসুমে এখনো জয়ের দেখা পায়নি।