উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ ফ্রান্সের। নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ছাড়াই আগেই দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। দলে নেই এমবাপ্পে, তারপরও দেশম জানতেন সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটা এমবাপ্পেকে ঘিরেই ছুটে আসবে। বুধবার সংবাদ সম্মেলনে তার ব্যতিক্রম হয়নি।
সংবাদ সম্মেলনে এমবাপ্পে বিষয়ে প্রশ্নের জন্য প্রস্তুতই ছিলেন দেশম। এমবাপ্পেকে বাইরে রাখার বিষয়ে প্রশ্নটি ছুঁটে আসতেই তিনি বলেন, শোনেন, আমি আগেও বলেছি। আপনার কথা বলার অধিকার আছে। আপনি কথা বলছেন। আমাদের সামনে একটা ম্যাচ রয়েছে। সে ম্যাচের জন্য আমরা ২৩ জন খেলোয়াড় নির্বাচন করেছি। সেখানে এমবাপ্পে নেই। দয়া করে, তাকে তার মতো থাকতে দিন।’
অধিনায়ক এমবাপ্পে জাতীয় দলের হয়ে আগের ম্যাচেও খেলেননি। সে সময়ে ইনজুরির কারণে তাকে দলের বাইরে রাখা হয়েছিল। এবার ফর্মের কারণে তাকে দলে নেননি কোচ দেশম।
সাম্প্রতিক সময়ে এমবাপ্পের ফর্ম ব্যাপকভাবে নিচের দিকে নেমে পড়েছে। বিশেষ করে ফ্রান্স থেকে স্পেনে আসার পর তার ফর্ম নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে সমর্থকরা। নতুন ক্লাবে এখনো মানিয়ে নিতে পারেননি এমবাপ্পে। তার প্রভাব জাতীয় দলেও। গত জুনের পর জাতীয় দলের হয়ে কোনো গোল করতে পারেননি তিনি।
নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের তিন দিন পর ইতালির বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এ ম্যাচটি নিজেদের মাঠে খেলবে ফ্রান্স। গ্রুপে ইতালি পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। তারপরেই ফ্রান্স। তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়াম, আর চতুর্থ স্থানে ইসরায়েল।