রিয়াল মাদ্রিদের জয়ে নায়ক এমবাপ্পে
লা লিগায় আবার জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে তারা অ্যাওয়েতে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে। রিয়ালের ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পের ডাবলে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত কামব্যাক । অন্য গোলটি করেন এডুয়ার্ডো কামাভিঙ্গা।এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান পোক্ত করেছে রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৬। সমান ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা নেতৃত্ব দিচ্ছে।
আগের ম্যাচে পয়েন্ট হারানো রিয়াল মাদ্রিদ এবার গোলের দরজা খুলতে মোটেও সময় নেয়নি। ম্যাচের বয়স সাত মিনিট হতেই রিয়াল সমর্থকদের উৎসবের সুযোগ করে দেন এমবাপ্পে। বিরতির আগেই এডুয়ার্ডো স্কোরশিটে নাম লেখান। বিরতির পরপরই এমবাপ্পে তার দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন।
জয়ের নেশায় উম্মত্ত হয়ে থাকা রিয়াল মাদ্রিদ এদিন একের পর এক আক্রমণ চালিয়েছে। তাদের আক্রমণ সামাল দিতেই সময় গেছে। ফলে প্রতি আক্রমণের খুব একটা সুযোগ স্বাগতিক দল পায়নি। রিয়াল গোলরক্ষককে অনেকটা অলস ভূমিকা নিতে হয়েছে। ম্যাচের প্রায় ত্রিশ মিনিটের সময় গোলরক্ষক থিবু কর্তোয়া প্রথমবারের মতো পরীক্ষা দেন।
কর্তোয়ার প্রথম পরীক্ষায় গোল পেয়ে যাচ্ছিল অ্যাথলেটিক। অ্যালেক্স বেরেনগুয়েলের শট নিকো উইলিয়ামসের পা লেগে দিক পরিবর্তন করে গোলে প্রবেশের মূহুর্তে কর্তোয়া রুখে দেন, এভাবেই শেষ পর্যন্ত এমবাপ্পের ডাবলে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















