সামনে আসা সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে লাস পালমাসকে উড়িয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা নিজেদের দখলে নিয়েছে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে ৪-১ গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী দলটি।
এ জয়ের ফলে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে টপকে রিয়াল মাদ্রিদ শীর্ষে উঠে এসেছে। ২০ ম্যাচে শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৬, আগের ম্যাচে নিচু সারির দল লেগানেসের কাছে হারা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তৃতীয় স্থানে।
সহজ জয় পেলেও রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। বরং আতঙ্কে কেঁপে উঠেছিল দলটি। কেননা ম্যাচ শুরু হতে না হতেই রিয়াল মাদ্রিদের গোলরক্ষককে জাল থেকে বল কুড়িয়ে আনার মতো অস্বস্তিকর কাজটা করতে হয়েছিল। ম্যাচের বয়স মাত্র তখন ২৫ সেকেন্ড। এ সময়ে ফ্যাবিও সিলভা গোল করে লাস পালমাসকে এগিয়ে নিয়েছিলেন।
বেশিক্ষণ অবশ্য এই গোলের ভার রিয়াল মাদ্রিদকে বয়ে বেড়াতে হয়নি। বরং এই গোল যেন তাদের তাতিয়ে দেয়। যার ফলে প্রথমার্ধে একের পর এক গোল উৎসব করে তারা। এ অর্ধে রিয়াল মাদ্রিদ ব্যবধান ৩-১ করে। ১৮ মিনিটে পেনাল্টি থেকে এমবাপ্পে প্রথম গোল করেন। ব্রাহিম দিয়াজ ৩৩ মিনিটে ব্যবধান বাড়ানোর তিন মিনিট পর এমবাপ্পে তার দ্বিতীয় গোলের উৎসব করেন।
৫৭ মিনিটে রদ্রিগো রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে এগিয়ে নেন। লাস পালমাসের অবস্থা আরো নাজুক হতে পারতো। বিশেষ করে ৬৪ মিনিটে লাল কার্ড দেখে বেনিতো রামফ্রেজ বহিষ্কৃত হওয়ার পর পালমাস আরও দুর্বল হয়ে পড়ে। তবে এ সময়ে রিয়াল মাদ্রিদ তাদের গোল ব্যবধান আর বাড়াতে পারেনি।