এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের টানা দ্বিতীয় জয়

লা লিগা

লা লিগায় জয়ের ধারা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে গোল উৎসব করছেন দলটির ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে তারা হারিয়েছে রিয়াল ওভিয়েদোকে। এমবাপ্পে করেছেন জোড়া গোল। অন্য গোলটি এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে।

নতুন মৌসুমে এটা ছিল রিয়াল মাদ্রিদের শতভাগ জয়। দুই ম্যাচের উভয়টিতে জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তাদের পাশাপাশি ভিয়ারিয়াল ও বার্সেলোনা ৬ পয়েন্ট করে পেয়েছে। তবে গোল পার্থক্যে এগিয়ে তেকে ভিয়ারিয়াল সবার উপরে রয়েছে।

অনেকটা একপেশে ম্যাচ ছিল এটি। প্রথমার্ধে রিয়ালের চাপে প্রথম বিভাগে নতুন আসা দল ওভিয়েদোর জন্য হাসফাস অবস্থা। এ সময়ে রিয়াল মাদ্রিদ ১৭টি শট নেয় ওভিয়েদোর জালে।

শুরুর একাদেশ বড় চমক রেখেছিলেন কোচ আলোনসো। ভিনিসিয়ুস জুনিয়রকে বসিয়ে রেখে নামিয়েছিলেন রদ্রিগোকে। আর আঠার বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনােকে প্রথমবারের মতো একাদশে সুযোগ দিয়েছিলেন।

এদিনের অন্য ম্যাচে ওসাসুনা ১-০ গোলে ভ্যালেন্সিয়াকে হারায়। তবে দুর্ভাগ্য ইস্পানিওলের। দুই গোলে এগিয়ে থেকেও তারা জয়ের দেখা পায়নি। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে।

Exit mobile version