এমবাপ্পের জোড়া গোল

প্রস্তুতি ম্যাচ

নতুন মৌসুমের প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার অস্ট্রিয়াতে প্রথম প্রাক মৌসুম ম্যাচে রিয়াল মাদ্রিদ ডব্লিউএসজি টিরলকে ৪-০ গোলে হারিয়েছে। জোড়া গোল করেন এমবাপ্পে।

ম্যাচের শুরুতেই জোড়া গোল করে রিয়াল মাদ্রিদ এ ম্যাচকে অনেকটা একপেশে করে ফেলে। দশম মিনিটে এদের মিলিতাও হেডে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। তিন মিনিট পর স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

৫৯ মিনিটে এমবাপ্পে দলের হয়ে তৃতীয় গোল করেন। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় রদ্রিগো স্কোরশিটে নাম লেখান। রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো দ্বিতীয়ার্ধে সাত পরিবর্তন আনেন। তাদের একজন ছিলেন রদ্রিগো। এমবাপ্পের সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোলটি করেন তিনি। ৭১ মিনিটে এমবাপ্পে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলরক্ষক তার শট লুফে নেন।

আগামী ১৯ আগষ্ট রিয়াল মাদ্রিদ তাদের লা লিগা মৌসুম শুরু করবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ওসাসুনা।

Exit mobile version