এমবাপ্পের দর্শনীয় গোলে রিয়াল সেমিফাইনালে

বিশ্ব ক্লাব কাপ

কিলিয়ান এমবাপ্পে অসধারণ বাই সাইকেল কিকে গোলটি করেন

নাটকীয় এক জয়ে বিশ্ব ক্লাব কাপের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। টানটান উত্তেজনা পূর্ণ শেষ কোয়ার্টার ফাইনালে তারা বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে। গঞ্জালো গার্সিয়া, ফ্রান গার্সিয়া ও কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন। ম্যাক্সিমিলিয়ান বেইয়ার ও সেরু গুইরাসি বরুশিয়ার হয়ে ব্যবধান কমান।

সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে প্যারিস সেন্ত জার্মেইয়ের।

প্রচণ্ড গরমের মাঝে শুরু হওয়া ম্যাচে শুরুতেই প্রতিদ্বন্দ্বিতাহীন করে তোলে রিয়াল মাদ্রিদ। মাত্র ২০ মিনিটের মধ্যে তারা দুই গোল করে খেলাকে এক পেশে করে তোলার ইঙ্গিত দেয়। ১০ মিনিটে গঞ্জালো গার্সিয়া ও ২০ মিনিটে ফ্রান গার্সিয়া গোল করেন।

এই দুই গোলেই রিয়াল মাদ্রিদের জয় অনেকটা নিশ্চিত হয়েছিল। কেননা প্রথমার্ধে তো নয়, খেলার নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা পায়নি বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু ইনজুরি সময়ে তারা নাটকের জম্ম দেয়। ৯২ মিনিটে বেইয়ার ব্যবধান কমিয়ে ২-১ করেন। কিন্তু উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হয়ীন। ৯৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পে অসধারণ এক গোল করে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে এগিয়ে নেন।দর্শনীয় বাই সাইকেল কিকে গোলটি করেন তিনি। শেষ সময়ে বরুশিয়ার গুইরাসি পেনাল্টি থেকে গোল করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ঠ ছিল না।

ডিন হুইসেন গুইরাসিকে ফাউল করায় এ পেনাল্টি পেয়েছিল বরুশিয়া। এ ঘটনায় হুইসেন লাল কার্ড পান। ফলে সেমিফাইনাল ম্যাচে তার খেলা হবে না।

Exit mobile version