জয়ে নতুন মৌসুম শুরু করেছে লা লিগার শিরোপা প্রত্যাশী দল রিয়াল মাদ্রিদ। তবে প্রথম ম্যাচের জয় সমর্থকদের মন ভরাতে পারেনি। একমাত্র গোলে তারা হারিয়েছে ওসাসুনাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।
এ জয়ের ফলে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মতো পুরো তিন পয়েন্ট নিয়ে শুরু হলো রিয়াল মাদ্রিদের লিগ মিশন। একই সঙ্গে কোচ হিসেবে লা লিগায় জয় অভিষেক হলো জাবি আলোনসোর।
নতুন কোচের অধীনে রিয়ালের একাদশ কেমন হয় তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে ৪-০ গোলে হারা দলটায় পাঁচ পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন আলোনসো। নিষেধাজ্ঞার কারণে খেলেননি আন্টোনিও রুডিগার। চোটে ছিলেন জুডে বেলিংহাম, এনদ্রিক আর এদুয়ার্দো কামাভিঙ্গা। তবে ইনজুরি কাটিয়ে ফিরেছেন এদের মিলিতাও।
বার্সেলোনা জয়ে তাদের মিশন শুরু করায় রিয়াল মাদ্রিদের সামনে জয়ের বিকল্প ছিল না। ফলে প্রথম থেকেই তারা ওসাসুনার ওপর ঝাঁপিয়ে পড়ে। বল দখলে রেখে ওসাসুনার খেলোয়াড়দের দৌড়ের ওপর রাখে। তবে কাজের কাজটি তারা করতে পারছিল না। গোলের দেখা পায়নি প্রথমার্ধে।
বিরতির অবশ্য ছবি পাল্টায়। ৫০ মিনিটে এমবাপ্পেকে বক্সের মধ্যে ফাউল করেন ওসাসুনার হুয়ান ক্রুজ। পেনাল্টির বাঁশি দেন রেফারি। গোল করে দলকে এগিয়ে নেন গত মৌসুমে ৩৪ ম্যাচে ৩১ গোল করা এ ফ্রেঞ্চ তারকা।
গোল হজমের পর কিছুটা খোলস ছেড়ে বের হয় ওসাসুনার। ৬৩ মিনিটে দারুণ এক আক্রমণে সাজায় তারা। প্রায় সমতাও এনে ফেলেছিল। কিন্তু আবেল ব্রেতোনেস গোল করতে পারেননি। তাছাড়া ম্যাচের শেষ সময়ে লাল কার্ড দেখেন ওসাসুনার ব্রেতোনেস।
