লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আসার দারুণ সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু বুধবার রাতে সেই সুযোগ হারিয়েছে দলটি। অ্যাতলেতিক বিলবাওয়ের কাছে হেরে গেছে। অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে রিয়াল মাদ্রিদের হার স্বস্তি দিয়েছে বার্সেলোনাকে।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসই রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর অন্যতম কারণ। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছেন এমবাপ্পে। কিন্তু তার শট বিলবাওয়ের গোলরক্ষক দারুণ দক্ষতায় রুখে দেন। এ নিয়ে এক সপ্তাহে দুইবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন এই ফ্রেঞ্চ তারকা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।
বিলবাওয়ের সামনে অনেকটা অসহায় ছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেও যদিও বিলবাও কোনো গোল পায়নি তবে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রেখেছিল রিয়াল মাদ্রিদকে। বিপরীতে রিয়ালের অবস্থা ছিল নাজুক। একটা শটও তার বিলবাওয়ের পোস্ট লক্ষ্য করে নিতে পারেনি।
প্রথমার্ধে ব্যর্থ হলে দ্বিতীয়ার্ধে ঠিকই লক্ষ্যভেদ করে বিলবাও। ৫৩ মিনিটে অ্যালেক্স বেরেনগুয়েরের গোলে এগিয়ে যায় তারা। পাঁচ মিনিটের ব্যবধানে সমতা আনার সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এমবাপ্পে পেনাল্টি থেকে পাওয়া সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন। এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়ারের মতো তিনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন। সব ধরণের প্রতিযোগিতা মিলে রিয়ালের হয়ে পাঁচ পেনাল্টি নিয়ে তিনটিতে সফল হয়েছেন তিনি। ২১ ম্যাচে রিয়ালের হয়ে ১০ গোল করেছেন। এর মধ্যে পেনাল্টিতে করা গোলের সংখ্যা তিন।
অবশেষে ৭৮ মিনিটে জুডে বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদ খেলায় সমতা আনে। কিন্তু এই উচ্ছ্বাস তাদের বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পর স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন গোরকা গুরুজেতা।
১৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৩৭। ১৫ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৩৩। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। বিলবাও ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।