এমবাপ্পের বেতন ‍শুনলে চোখ কপালে উঠবে!

ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেয়া কিলিয়ান এমবাপ্পের বেতন শুনলে যে কারও চোখ উঠবে! দলটার আক্রমণভাগে যেখানে আগে থেকেই ছিলেন জুডে বেলিংহাম ও ভিনিসিয়ূস জুনিয়রের মতো তারকারা। যাদের নিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা জিতেছে গ্যালাকটিকোরা। তবুও এমবাপ্পেকে নিতে একবারও ভাবেনি রিয়াল মাদ্রিদ।

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেয়া এমবাপ্পে প্রতি বছর কেবল বেতন হিসেবেই পাবেন বাংলাদেশী মুদ্রায় প্রায় চারশ কোটি টাকা। প্রতি মাসে যা ৩৩ কোটি টাকারও বেশি।

সেই হিসেবে প্রতিদিন ও প্রতি সেকেন্ডে ২৫ বছর বয়সি এই ফুটবলার কত টাকা আয় করতে যাচ্ছেন তান নিশ্চয়ই ভক্তরা এতোক্ষণে বুঝে গিয়েছেন।

ফ্রি ট্রান্সফারে চলতি বছরের জুনে পাঁচ বছরের জন্য শৈশবের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যদিও কয়েক বছর আগেই তাকে দলে নিতে চেয়েছিলো রিয়াল। কিন্তু পিএসজি’র বিশাল অর্থের প্রস্তাবে ২০২৪ সালের জুন পর্যন্ত প্যারিসের ক্লাবটিতেই থেকে যান। মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যান এমবাপ্পে। পলে তাকে পেতে রিয়ালকে বাড়তি কোন অর্থ ব্যয় করতে হয়নি।

৭ বছর পিএসজিতে থাকার সময় ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি এমবাপ্পের। যদিও এই সময়টাতে তিনি পেয়েছেন মেসি ও নেইমারের মতো তারকাদের। এমনটি ব্যালন ডি অর কিংবা ফিফা বর্ষসেরা খেতাবও জেতা হয়নি ফরাসি এই ফুটবলারের।

Exit mobile version