রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর গোল খরায় ভুগছিলেন কিলিয়ান এমবাপ্পে। ধীরে ধীরে গোলের সঙ্গে ঠিকই সখ্য গড়ে তুলেছেন রিয়াল মাদ্রিদের এই ফ্রেঞ্চ তারকা। শনিবার রাতে লা লিগায় হ্যাটট্রিক করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে এটা তার প্রথম হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে অ্যাওয়ে ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। ৩-০ গোলে জয় পেয়েছে। এর ফলে শিরোপা জয়ের পথ অনেকটা পরিস্কার হয়েছে রিয়াল মাদ্রিদের।
২১ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের এখন পয়েন্ট ৪৯। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান চার। রিয়াল মাদ্রিদের জয়ের রাতে আতলেতিকো তাদের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে শিরোপা লড়াই থেকে এ মুহুর্তে তারা ছিটকে গেছে বলা যায়।
এমবাপ্পে প্রথম গোল পান ৩০ মিনিটে। জুডে বেলিংহামের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দারুণ এক শটে গোল করেন তিনি। ৫৭ মিনিটে করেন দ্বিতীয় গোল। তার এ গোলের রূপকার ছিলেন রদ্রিগো। ম্যাচের বাকি সময় দারুণভাবে খেলা নিয়ন্ত্রণ করে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও গোলের একাধিক সুযোগ পান। কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না। রিয়াল মাদ্রিদের সমর্থকরা আশা ছেড়ে দিয়েছিলেন। অপেক্ষা তখন শেষ বাঁশির। শেষ পর্যন্ত মারিও মার্টিনের ফাউল এমবাপ্পের সামনে হ্যাটট্রিকের সুযোগ করে দেয়। বেলিংহামকে ফাউল করায় রেফারি পেনাল্টির নির্দেশ দেন। মার্টিন দেখেন লাল কার্ড। ৯১ মিনিটে এ পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদের হয়ে এটা এমবাপ্পের ১৫তম গোল। আর ১৯তম ম্যাচে এসে দেখা পেলেন হ্যাটট্রিকের।