নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে । রিয়াল মাদ্রিদের ইতিহাসে যেটি এতদিন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর নামেই বাঁধা ছিল, সেই এক পঞ্জিকা বর্ষে ৫৩ কিংবা তার বেশি গোলের রেকর্ডে এবার যোগ হলো কিলিয়ান এমবাপ্পের নামও। গতকাল লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচে গোল করে ফরাসি তারকা এই মাইলফলকে পৌঁছে যান, পূর্ণ করেন বছরের ৫৩ গোল।
অল্প কিছুদিন আগেই চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে চার গোলের রোমাঞ্চও ছড়িয়েছেন তিনি। ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে একাই চার গোল করেন এমবাপ্পে, যা রিয়াল মাদ্রিদের জার্সিতে তার প্রথম এমন অর্জন। এর আগে ২০১৫/১৬ মৌসুমে সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে রোনালদো করেছিলেন চার গোল। হ্যাটট্রিকের ক্ষেত্রেও নিজের আগ্রাসী ছাপ রেখে দেন ফরাসি তারকা। মালমোর বিপক্ষে রোনালদো যেখানে ১১ মিনিটে হ্যাটট্রিক করেন, এমবাপ্পে পিএসজির বিপক্ষে মাত্র ৭ মিনিটে সেই কীর্তি গড়ে রেকর্ডটিকে ছাড়িয়ে যান।
রোনালদোর প্রতি তার শ্রদ্ধা নতুন নয়। মৌসুম শুরুর সময় এমবাপ্পে বলেছিলেন, “তিনি আমার রোল মডেল। তার সঙ্গে কথা বলতে পারাকে আমি সৌভাগ্য মনে করি। তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন।”
ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী তারকা আরও বলেছিলেন, “আমি মনে করি এখনো রোনালদোই রিয়ালের নাম্বার ওয়ান। ক্লাবের হয়ে তার অবদান বিশাল। সমর্থকরাও তাকে ঘিরেই স্বপ্ন দেখে। তবে আমি আমার নিজের পথেই এগোতে চাই।”
রোনালদোর পাশে দাঁড়িয়ে নিজের নাম লেখালেন এমবাপ্পে। তবু শ্রদ্ধায় ও স্বীকৃতিতে তার কাছে রোনালদো রিয়ালের চিরন্তন নাম্বার ওয়ানই রয়ে গেলেন।
