২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের খেলা শেষের পথে। প্রত্যেক দলের আর দুটো করে ম্যাচ বাকি। আগামী মাসের শুরুতেই এ দুই ম্যাচ শেষ হবে। এরপর অপেক্ষা চূড়ান্ত লড়াইয়ের। সেই লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। উভয় ম্যাচেই তাদের প্রতিপক্ষ এশিয়ার দুই দল।
আগামী ১০ অক্টোবর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সিউলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। ১৪ অক্টোবর তারা টোকিওতে খেলবে জাপানের বিপক্ষে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাছাই পর্বের শেষ দুই ম্যাচে ব্রাজিল খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে। এরই মধ্যে ব্রাজিলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়েছে।
সিবিএফের কো অর্ডিনেটর বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের পর আরও কিছু ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। তবে সে সব ম্যাচের প্রতিপক্ষ বা দিন তারিখ এখনো ঠিক হয়নি।
২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দল নিয়ে এবারের বিশ্বকাপ মাঠে গড়াবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











