আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপের জন্য ড্র পট চূড়ান্ত করেছে এএফসি। ১২ দেশের এই আসরে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী দল রয়েছে চার নম্বর পটে। তাদের সঙ্গী ভারত ও ইরান। ড্র অনুষ্ঠিত হবে ২৯ জুলাই, অস্ট্রেলিয়ার সিডনিতে।
এবারের টুর্নামেন্টে সরাসরি জায়গা করে নিয়েছে চীন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়া। বাকি আট দল এসেছে বাছাই পর্ব পেরিয়ে। ফিফা র্যাংকিং অনুযায়ী চারটি পটে বিভক্ত দলগুলোর মধ্যে প্রতি গ্রুপে থাকবে একটি করে দল।
অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের শীর্ষে থাকবে। পট একে তাদের সঙ্গী জাপান ও উত্তর কোরিয়া। পট দুইয়ে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। পট তিনে রয়েছে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। বাংলাদেশ, র্যাংকিংয়ে সবচেয়ে নিচে থাকায় পড়েছে পট চার-এ।
এখন পর্যন্ত সম্ভাব্যভাবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে পট তিনের দলের বিপক্ষে। কারণ এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালের দরজা খুলে যেতে পারে। বাংলাদেশ এর আগে র্যাংকিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে বাছাই পার করেছে, তাই আশাবাদী হওয়াই যায়।
পট দুইয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে অনুকূল হবে ভিয়েতনামের সঙ্গে গ্রুপে পড়া। কারণ চীন ও কোরিয়ার তুলনায় তাদের র্যাংকিং অনেকটাই কম। তবে পট একের অস্ট্রেলিয়া, জাপান বা উত্তর কোরিয়ার বিপক্ষে পয়েন্ট পাওয়া হবে বড় চ্যালেঞ্জ।
পট ১ : অস্ট্রেলিয়া ( ১৫), জাপান (৭), উত্তর কোরিয়া ( ৯)
পট ২ : চীন ( ১৭) , দক্ষিণ কোরিয়া ( ২১), ভিয়েতনাম (৩৭)
পট ৩ : ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)
পট ৪ : ইরান ( ৬৮), ভারত ( ৭০), বাংলাদেশ (১২৮)
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















