এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে পৌঁছেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। সোমবার নিজেদের মাঠে ইরানের ইস্তেঘলাল ক্লাবকে ফিরতি লেগের খেলায় তারা ৩-০ গোলে হারিয়েছে। প্রথম লেগের খেলা গোল শূন্য ড্র থাকায় ৩-০ গোল গড়ের জয় আল নাসরের। জন ডুরান করেছেন জোড়া গোল, আর ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন এক গোল।
এদিকে কাতারের আল সাদ ক্লাবও শেষ আটে পৌঁছেছে। তারা হারিেয়েছে আল আল ওয়াসেলকে। আল সাদ এদিন ৩-১ গোলে জয় পেয়েছে। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ায় আল সাদ ৪-২ গোলের জয় নিয়ে পৌঁছেছে শেষ আটে।
তেহরানে গত সপ্তায় আল নাসর ও ইস্তেঘলাল ম্যাচ গোল শূন্য ড্র হয়েছিল। এ ম্যাচে আল নাসর গোলের জন্য খুব একটা সময় নেয়নি। ম্যাচের মাত্র নবম মিনিটে ডুরান আল নাসরকে এগিয়ে নেন। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সৌদি ক্লাবটিকে ২-০ গোলে এগিয়ে নেন রোনালদো। ম্যাচের শেষ সময়ে ডুরান আবার গোল করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















