এসি মিলানকে হারিয়ে ইতালি লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আটালান্টা। শুক্রবার নিজেদের মাঠের খেলায় তারা এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে। খেলার শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে আটালান্টার হয়ে জয়সূচক গোলটি করেন আদেমোলা লুকমান।
এ জয়ের ফলে ১৫ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে আটালান্টা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। এসি মিলানের পয়েন্ট ১৪ ম্যাচে ২২। তারা সপ্তম স্থানে। এদিকে ইন্টার মিলান ৩-১ গোলে পারমাকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ৩১। ১৪ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে নাপোলি রয়েছে দ্বিতীয় স্থানে।
গত রোববারের পর ইন্টার মিলানের এটা ছিল প্রথম ম্যাচ। ওই দিন মাঠে মিডফিল্ডার এডোয়ার্ডো বোভে মাঠে অসুস্থ হওয়ায় খেলা বাতিল হয়ে গিয়েছিল। স্বস্তির এ জয়ে ইন্টার মিলান মাত্র ২৬ মিনিটে জয়ের মিশন শেষ করে নেয়। বিরতির বাঁশি বাজার তিন মিনিট আগে ফেডেরিকো ডিমার্কো গোল করে ইন্টার মিলানকে এগিয়ে নেন। বিরতির পরপরই নিকোলো বারেলা ব্যবধান বাড়ান। মার্কাস থুরাম ৬৬ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন। শেষ দিকে পারাম আত্মঘাতি গোলের সুবাদে ব্যবধান কমায়।
এদিকে এসি মিলানকে হারিয়ে আটালান্টা আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। ম্যাচের দশম মিনিটে কেতেলারের গোলে আটালান্টা এগিয়ে গেলেও ২২ মিনিটে আলভারো মোরাতা ম্যাচে সমতায় ফেরান। কিন্তু ম্যাচের শেষ মুুহুর্তে এসি মিলানের সমর্থকদের মন ভাঙ্গার কাজটা করেন আদেমোলা লুকমান।
এ জয়ের ফলে আটালান্টা ঘরোয়া লিগে নিজেদের টানা ম্যাচ জয়ের কীর্তিকে স্পর্শ করেছে। এটা তাদের টানা নবম জয়। ২০২০ সালে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে তারা টানা ৯ ম্যাচে জয় পেয়েছিল।