ক্রিশ্চিয়ান পুলিসিকের চমৎকার পারফরম্যান্সে দারুণ এক জয় পেয়েছে এসি মিলান। সেরি আতে তারা অ্যাওয়ে ম্যাচে এ মৌসুমে অপরাজিত থাকা উদিনিসকে দিয়েছে প্রথম হারের তিক্ত স্বাদ। ৩-০ গোলে জয় পেয়েছে তারা। পুলিসিক জোড়া গোল করেন। অন্য গোলের রূপকার ছিলেন।
পুলিসিকের এমন পারফরম্যান্সে উজ্জ্বীবিত হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। তারা বিশ্বকাপে পুলিসিকের কাছে এমন পারফরম্যান্স প্রত্যাশা করছে।
এদিনের জোড়া গোলের সুবাদে একটা কীর্তিও গড়েছেন পুলিসিক। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মার্কিন খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়েছেন। তিনি পেছনে ফেলেছেন ক্লিন্ট ডেম্পসে (৫৭) ও রয় ভেগেরেলকে (৫৫)।
মাত্র ১৪ মিনিটে এসি মিলান এই তিন গোল করে। পুলিসিক ৩৯ মিনিটে প্রথম গোল করার পর বিরতির পরপরই দ্বিতীয় গোল পায় এসি মিলান। ফোপানা করেন গোলটি। এ গোলের রূপকার ছিলেন পুলিসিক। ৫৩ মিনিটে পুলিসিক তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করে।
এ জয়ের ফলে ৪ ম্যাচ শেষে এসি মিলানের পয়েন্ট ৯। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে জুভেন্টাস রয়েছে সবার উপরে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















