এসি মিলানের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

নাজুক অবস্থায় রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলোত্তির দলটি চ্যাম্পিয়ন্স লিগে আবার হেরেছে। তাও আবার নিজেদের মাঠে। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাবু্যতে এসি মিলানের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে রিয়াল মাদ্রিদের এটা দ্বিতীয় হার। গত মাসের শুরুতে অ্যাওয়েতে লিলের কাছে হেরেছিল তারা।

চার ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬। এসি মিলানের পয়েন্টও ৬। গোল পার্থক্যে এসি মিলানের উপরেই রিয়াল মাদ্রিদ। এ ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান ভিন্ন মেরুতে হলেও এখন তারা পাশাপাশি স্থান করে নিয়েছে। ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ১৭তম স্থানে, এসি মিলানে ১৮তম স্থানে।

সান্তিয়াগো বার্নাবু্যর এ ম্যাচ নিয়ে মিলানের কোচের দুঃশ্চিন্তার শেষ ছিল না। তবে হাল ছেড়ে দেওয়ার পাত্র তিনি নন, তা আগেই জানিয়েছিলেন। ম্যাচে তার দল তার প্রমাণও রেখেছে।

খেলার শুরুতেই মালিক থিয়াও রিয়াল মাদ্রিদ সমর্থকদের স্তদ্ধ করে দেন। ম্যাচের বয়স ১২ মিনিটে হতে না হতেই গোল এসি মিলানকে এগিয়ে নেন তিনি। তবে বেশিক্ষণ এ গোলের স্বস্তি তাদের থাকেনি। ১১ মিনিট পর পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র গোল করে খেলায় সমতায় ফেরান।

বিরতির আগেই এসি মিলানকে আবার এগিয়ে নেন আলভারো মোরাতো। ৩৯ মিনিটে গোলটি করেন তিনি। ৭৩ মিনিটে তিজানি রিয়াল মাদ্রিদের ম্যাচে ফেরার সব পথ বন্ধ করে দিয়ে এসি মিলানকে ৩-১ গোলে এগিয়ে নেন।

চ্যাম্পিয়ন্স লিগের আগে ঘরোয়া লিগের শেষ ম্যাচেও বড় ধাক্কা হজম করতে হয় রিয়াল মাদ্রিদকে। নিজেদের মাঠে বার্সেলোনার কাছে তারা ৪-০ গোলে হেরেছিল।

Exit mobile version