উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে ঘরোয়া লিগে শীর্ষ চারে থাকতে হবে। কিন্তু সেই সম্ভাবনা শেষ হতে চলেছে এসি মিলানের। বৃহষ্পতিবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা বোলোনিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে। এই হার তাদেরকে শীর্ষ চার থেকে ছিটকে দিয়েছে।
এসি মিলান বর্তমানে ২৬ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৪১ পয়েন্ট। তাদের অবস্থান অষ্টম স্থানে। অন্যদিকে এ জয়ের ফলে বোলোনিয়া ২৬ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে।
সেরি এ তে এই প্রথম গত ২৩ বছরে নিজেদের মাঠে এসি মিলানের বিপক্ষে জয় পেল বোলোনিয়া। এই ম্যাচটি মূলত গত অক্টোবরে হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তা বাতিল করা হয়েছিল।
দূর্ভাগ্য এসি মিলানের। আগে গোল করেও তারা জয়ের দেখা পায়নি। ৪৩ মিনিটে রাফায়েল লিও’র গোলে এগিয়ে গিয়েছিল এসি মিলান। কিন্তু বেশিক্ষণ এই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। বিরতির পরপরই সান্তিয়াগো কাস্ট্রোর গোলে বোলোনিয়া ম্যাচে ফিরে আসে। শুধু তাই নয়, ড্যানের গোলে তারা জয় তুলে নেয়। ৮২ মিনিটে এই গোলটি করেন তিনি।
ঘরোয়া লিগে এসি মিলানের এটা টানা দ্বিতীয় হার। টানা দুই হারে তারা নিজেদের অবস্থানকে প্রচণ্ডরকমভাবে বিপদের মধ্যে পড়েছে। অন্য দলগুলোর ব্যর্থতা ছাড়া তাদের এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা বৃদ্ধির কোনো সুযোগ নেই।