এসি মিলান ও বার্সেলোনার গোল উৎসব

প্রস্তুতি ম্যাচ

ইউরো ফুটবলে নতুন মৌসুম আসন্ন। তার আগে এখন চলছে প্রস্তুতি। দেশে এবং দেশের বাইরে প্রীতি ম্যাচ খেলে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। ইতালিয়ান ক্লাব এসি মিলান বৃহষ্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ান ক্লাব পার্থ গ্লোরি ক্লাবের। ম্যাচে গোল উৎসব করেছে এসি মিলান। ৯-০ গোলে জয় পেয়েছে। এসি মিলানের সাত খেলোয়াড় এই ৯ গোল করেছে। নোয়াহ ওকাফর ও রাফায়েল লিও জোড়া গোল করেছেন।

ম্যাচের প্রথমার্ধে এসি মিলান পাঁচ গোল করে। দ্বিতীয়ার্ধে তারা গোল সংখ্যা নয়ে উন্নীত করে।

প্রস্তুতি ম্যাচ গোল উৎসব করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও। দক্ষিণ কোরিয়ার ক্লাব এফসি সিউলের বিপক্ষে ১০ গোলের ম্যাচে ৭-৩ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও ফেরান টরেস উভয়ে জোড়া গোল করেছেন। এছাড়া রবার্ট লেফানদোভস্কি, গাভি ও আন্দ্রেস ক্রিসটেনসেন গোল করেছেন

বড় ব্যবধানে হারলেও ইউরোপের জায়ান্টকে সহজে ছেড়ে দেয়নি এফসি সিউল। ম্যাচে ১৪ মিনিটের মধ্যে জোড়া গোলে পিছিয়ে পড়ে তারা। জোড়া গোলের জবাব তারা জোড়া গোলে দেয়। ২-২ গোলে সমতা আনে। কিন্তু বিরতির আগেই আবার পিছিয়ে পড়ে। আর দ্বিতীয়ার্ধে তো বার্সেলোনা গোল উৎসব করে। একে একে চার গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

Exit mobile version