ডেনমার্ককে হারিয়ে শীর্ষে স্পেন

ওয়েফা নেশন্স লিগ

ওয়েফা নেশন্স লিগে কষ্টের জয় পেয়েছে স্পেন। শনিবার রাতে নেশন্স লিগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আর রোমাঞ্চকর ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলে ব্যবধান গড়ে দিয়েছেন মার্তিন জুবিমেন্দি।

আর চলতি আসরে টানা দুই জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল ডেনমার্ক। অন্যদিকে সার্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পথচলা শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল শক্তিশালী স্পেন। আর সব প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ১৮ ম্যাচে অপরাজিত রইল স্প্যানিশরা।

হাইভোল্টেজ ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে গোলশূন্য থাকে। অবশেষে ম্যাচের ৭৯তম মিনিটে জালের দেখা পায় স্পেন। ২৫ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার জুবিমেন্দি এক মাত্র গোল করেন। এ জয়ে চার নম্বর গ্রুপে ৩ ম্যাচে স্পেনের পয়েন্ট হলো ৭। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল ডেনমার্ক।

Exit mobile version