ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে পিছিয়ে পড়েও ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। ২-১ গোলের জয়। এর ফলে তারা পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে। ২৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৩। লিভারপুল ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর্সেনাল ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর ৪৭ পয়েন্ট নিয়ে নটিংহাম ফরেস্ট রয়েছে চতুর্থ স্থানে।
চেলসির জন্য এটি মহামূল্যবান এক জয় বলা যায়। কেননা বর্তমানে পয়েন্ট হারানোর সঙ্গে তাদের সর্ম্পকটা অনেক বেশি দৃঢ়। লিগে সর্বশেষ আট ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়।
চেলসির এ জয়কে নাটকীয় বললে ভুল হবে না। ম্যাচের ৪২ মিনিটে গোল হজম করে তারা পিছিয়ে পড়েছিল। ৬৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোলের দেখা পায় তারা। এর মাঝে একটি ছিল আত্মঘাতি গোল। ৬৪ মিনিটে পেড্রো নেতোর গোলে সমতায় আনার ১০ মিনিট পর তারা আত্মঘাতি গোলে এগিয়ে যায়। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট হামের পক্ষে এ গোল আর পরিশোধ করা সম্ভব হয়নি।
ওয়েস্ট হামের হয়ে গোল করেছিলেন জ্যারোড বোয়েন। ইনজুরির কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকা বোয়েন মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন। ৪২ মিনিটে তার এ গোলে চেলসি পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই স্বাগতিক দল সমতায় আনার সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান ওয়েস্ট হামের গোলরক্ষক আলফনসে অ্যারেওলা। পালমারের চমৎকার একটা ফ্রি কিকের বল জালে ঢোকার আগ মুহুর্তে তিনি বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।