ওল্টমেডের জোড়া গোলে স্বস্তিতে জার্মানি

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের টিকিট অর্জন থেকে একটা মাত্র জয় দূরে দাঁড়িয়ে সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। শনিবার রাতে অ্যাওয়েতে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়ে জার্মানি সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে। নিক ওল্টমেড করেছেন গোল দুটো।

চূড়ান্ত পর্বের টিকিট সরাসরি অর্জনের পথটা জার্মানির জন্য সহজ আবার কঠিনই বটে। শেষ ম্যাচে জয় বা ড্র করলেই তারা চুড়ান্ত পর্বে পৌঁছে যাবে। এ পথে তাদের বাধা হয়ে আছে স্লোভাকিয়া।

পাঁচ ম্যাচ শেষে জার্মানির পয়েন্ট ১২। সমান ম্যাচ থেকে স্লোভাকিয়ারও পয়েন্ট ১২। শুধু গোল পার্থক্যে পিছিয়ে স্লোভাকিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের জন্য শেষ ম্যাচে এ দুটো দল আগামী সোমবার মুখোমুখি হবে। প্রথম লেগের ফল জার্মানির জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। সে ম্যাচে জার্মানি ২-০ গোলে হেরে গিয়েছিল। ফলে শেষ ম্যাচটি জার্মানির জন্য মোটেও সহজ হবে না।

লুক্সেমবার্গ অবশ্য এ ম্যাচে জার্মানিকে দারুণভাবে আটকে রেখেছিল। বিশেষ করে প্রথমার্ধে। এ সময়ে জার্মানি কোনো গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে মাত্র বিশ মিনিটের ব্যবধানে জোড়া গোলের দেখা পায় তারা। বিরতির পরপরই প্রথম গোল করেন ওল্টমেড। ৬৯ মিনিটের দ্বিতীয় গোলের দেখা পান তিনি।

‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপের লড়াইয়ে আগেই ছিটকে গেছে নর্দার্ন আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ। আয়ারল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর লুক্সেমবার্গের ভান্ডার শূন্য।

Exit mobile version