ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর পুনর্জাগরণ: আমোরিমের ৫০তম ম্যাচে জয়ে ফিরল রেড ডেভিলস

ম্যানচেস্টার ইউনাইটেড

সাম্প্রতিক ব্যর্থতায় কোচ রুবেন আমোরিমের চাকরি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে সান্ডারল্যান্ডকে হারিয়ে আপাতত সেই চাপটা কিছুটা লাঘব করল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ২-০ গোলের জয়ে এক ম্যাচ পরই জয়ের ধারায় ফিরেছে রেড ডেভিলরা।

শনিবার (৪ অক্টোবর) রাতে ইউনাইটেডের জয়ে গোল করেন ম্যাসন মাউন্ট ও বেনিয়ামিন সেসকো। লিগে ঘরের মাঠে এটি তাদের টানা তৃতীয় জয়—যা ২০২৩ সালের আগস্টের পর প্রথমবারের মতো দেখা গেল।

বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল প্রায় সমানতালে। ইউনাইটেডের ১৫ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৬টি, সান্ডারল্যান্ডের ৮ শটের মধ্যে অন টার্গেট ছিল ৩টি।

এদিন ডাগআউটে আমোরিমের ৫০তম ম্যাচে শুরুটা ভালো ছিল না। মাত্র চতুর্থ মিনিটেই সান্ডারল্যান্ডের বার্টান্ড ত্রাওর গোলের সুবর্ণ সুযোগ হারান। কিন্তু এর কয়েক মিনিট পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মাউন্ট।

৮ মিনিটে ব্রায়ান এমবিউমোর পাস থেকে পাওয়া বল জালে পাঠিয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার। এটি ওল্ড ট্র্যাফোর্ডে তার প্রথম প্রিমিয়ার লিগ গোল, আর ইউনাইটেডে যোগ দেওয়ার পর মোট তৃতীয় গোল। এই গোলটি ইউনাইটেডের টানা ১৮টি পাসের পর আসে—দলের সংগঠিত খেলার নিখুঁত উদাহরণ।

৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনিয়ামিন সেসকো। সফরকারীদের ডিফেন্সের ভুলে কাছ থেকে বল পেয়ে নির্ভুল ফিনিশ করেন ২২ বছর বয়সী এই স্লোভেনিয়ান ফরোয়ার্ড। টানা দুই ম্যাচে গোল করলেন লাইপজিগ থেকে আসা এই তরুণ।

ওল্ড ট্র্যাফোর্ডে এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি আছে সপ্তম স্থানে। অন্যদিকে সান্ডারল্যান্ড ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

Exit mobile version