ওসিমহেনের হ্যাটট্রিকে নাপোলির গোল উৎসব

সেরি-আ’তে বর্তমান চ্যাম্পিয়ন হলেও এবারের মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে নাপোলি। শিরোপা ধরে রাখার কোনো সম্ভাবনা তো নেই-ই শীর্ষ দশে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ থাকছে। তবে বুধবার রাতে তারা গোল উৎসবে মেতেছিল। ভিক্টর ওসিমহেনের হ্যাটট্রিকে অ্যাওয়ে ম্যাচে সাসুউলোকে ৬-১ গোলে হারিয়েছে।

বর্তমান চ্যাম্পিয়নদের সর্বশেষ চার ম্যাচে এটা তাদের প্রথম জয়। দলের বাজে পারফরম্যান্সের কারণে নিয়মিত কোচ ওয়াল্টার মাজারিকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফ্রান্সেসকো কালজোনা। তার অধীনে এটা নাপোলির প্রথম জয়।

২৬ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট মাত্র ৪০। শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ২৯।

বড় জয় পেলেও সাসুউলোর মাঠে আবার পয়েন্ট হারানোর শঙ্কা ঠিকই পেয়ে বসেছিল নাপোলিকে। যদিও মাঠে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল, তারপরও প্রথম গোলটা তারাই হজম করেছিল। খেলার ধারার বিপরীতে উরস রাসিস গোল করে স্বাগতিক দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে খুব বেশিক্ষণ এই অস্বস্তি বয়ে বেড়াতে হয়নি নাপোলিকে। বরং প্রথমার্ধেই তারা জয় নিশ্চিত করে নেয়।

২৯ মিনিটে আমি রাহমানি সমতাসূচক গোল করার পর প্রথমার্ধেই জোড়া গোল করেন ওসিমহেন। বিরতির পরপরই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। পরে জোড়া গোল করেন কারাতসখেলিয়া।

Exit mobile version