এক সময় ইংলিশ ফুটবলে আলো ছড়িয়েছে দলটি। বিস্তার করেছে একচ্ছত্র আধিপত্য। সেই আলো আজ আর নেই, স্বাভাবিকভাবে আধিপত্য হারিয়েছে। বছরের পর বছর লোকসান মেনে নিয়ে এগুতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। লোকসান কমাতে ক্লাবের স্টাফের সংখ্যা কমাচ্ছে এই ইংলিশ ক্লাবটি। ১৫০ থেকে ২০০ কর্মচারী কমানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
হঠাৎ করেই যে কর্মচারী কমানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তা কিন্তু নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। গত বছর তারা ২৫০ কর্মচারী ছাটাই করেছে। মূলত ব্রিটিশ বিলিওনার জিম র্যাক্টলিফ ক্লাবের শতকরা ২৫ ভাগ মালিকানা নেওয়ার পর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে ক্লাবের সিইও ওমর বেরাদা বলেন, গত পাঁচ বছরে আমরা অনেক লস করেছি। এটা চলতে দেওয়া যায় না। আমাদের মূল হচ্ছে সমর্থকদের জন্য সাফল্য আনা এবং আমাদের সুযোগ সুবিধা বাড়ানো। যেখানে আমরা বছরের পর বছর ক্ষতিগ্রস্থ হচ্ছি সেখানে আমরা আর বিনিয়োগ করতে চাই না।
বেরাদা আরও বলেন, আমরা আমাদের বাণিজ্যিক অংশীদারদের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশা করছি।
ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে বেশ নাজুক অবস্থা ম্যানইউয়ের। একের পর এক ম্যাচ হেরে চলেছে দলটি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল থেকে অনেক দূরে এখন তাদের অবস্থান।