কষ্টার্জিত জয়ে সেরি আতে শিরোপা লড়াই জমিয়ে রেখেছে ইন্টার মিলান। সোমবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে। মার্কো আরাউতোভিচ জয়সূচক গোলটি করেন।
এ জয়ের ফলে নাপোলির ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে ইন্টার মিলান। ২৪ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে নাপোলি শীর্ষে রয়েছে। এক পয়েন্ট কম নিয়ে ইন্টার মিলান দ্বিতীয় স্থানে।
সেরি আ’তে মাত্র চারদিনের ব্যবধানে ইন্টার মিলান ও ফিওরেন্টিনা দুইবার মুখোমুখি হলো। আগের ম্যাচে ফিওরেন্টিনা ছিল স্বাগতিক। সে ম্যাচে ইন্টার মিলানকে তারা উড়িয়ে দিয়েছিল। জয় পেয়েছিল ৩-০ গোলে। এবার ঘরের মাঠে পেয়ে সেই হারের প্রতিশোধ নিল ইন্টার মিলান।
যদিও প্রতিশোধটা সমানে সমান হয়নি, তবে ম্যাচের শুরু থেকেই মাঠে ইন্টার মিলানের স্পষ্ট আধিপত্য ছিল। কয়েক মিনিটের মধ্যে তারা দুইবার ফিওরেন্টিনার বার কাঁপিয়ে দেয়। কার্লোস অগাস্টো এবং লাউতারো মার্টিনেজের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
আধিপত্য বিস্তার করলেও ইন্টার মিলানের গোলের দেখা পাওয়াটা কঠিন করে তুলেছিল ফিওরেন্টিনা। শেষ পর্যন্ত আত্মঘাতি গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। মারিন পোনগ্রাসিস ২৮ মিনিটে হেড করে নিজেদের জালে বল জড়িয়ে দেন। বিরতির আগেই পেনাল্টি থেকে গোল করে ফিওরেন্টিনা সমতায় ফেরে।
বিরতির পরপরই ইন্টার মিলান আবার এগিয়ে যায়। ৫২ মিনিটে মার্কো আরাউতোভিচের করা গোলটি শেষ পর্যন্ত ইন্টার মিলানের জয়সূচক গোলে রূপ নেয়।