ঘরোয়া লিগে শিরোপা জয়ের তেমন কোনো সম্ভাবনা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের। এবার তারা বিদায় নিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে। গতকাল রাতে কাওয়াসাকির কাছে তার দল ৩-২ গোলে হেরে গেছে। শিরোপা লড়াইয়ে কাওয়াসাকি এখন আল আহলির বিপক্ষে খেলবে। আল আহলি গতকাল আল হিলালকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে।
এ ম্যাচে হারের ফলে আরো এক হতাশা সঙ্গী হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। আল নাসরের হয়ে একের পর এক গোল করলেও দলীয় সাফল্য এখনো তার জন্য সোনার হরিণ হয়ে আছে। এ পর্যন্ত কোনো ট্রফির দেখা পাননি। কাছাকাছি এসে এ টুর্নামেন্টেও ব্যর্থতা তার সঙ্গী হয়েছে। ফলে খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
রোনালদো এ ম্যাচে আবার গোল পাননি। তবে তার দুই সতীর্থ সাদিও মানে ও আইমান ইয়াইয়ার গোলে আল নাসর ব্যবধান কমায়। অন্যদিকে কাওয়াসাকির হয়ে গোল করেন তাতসুয়া ইতো, ইয়োতো ওজেকি ও আকিহিরো লেনাগে।
তাতসুয়ো দশম মিনিটে গোল করে কাওয়াসাকিকে এগিয়ে নিয়েছিলেন। তবে এ গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাদিও মানে ২৮ মিনিটে গোল করে সমতায় ফেরান। বিরতির কয়েক মিনিট আগে আবার কাওয়াসাকি এগিয়ে যায়। শুধু তাই নয়, বিরতির পর ৭৬ মিনিটে তৃতীয় গোল পায় তারা। আর শেষ সময়ে আল নাসর ব্যবধান কমায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















