ম্যাচের ৯ মিনিটেই গোল করে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন হেইলি রাসো। ৩৯ মিনিটে দ্বিতীয় আঘাত আনেন সেই রাসোই। এরপর ম্যাচের ৫৮ মিনিটে মারি ফ্লাওয়ার এবং অতিরিক্ত সময়ে স্টেফানি ক্যাটলির গোলে কানাডার বিপক্ষে শেষ পর্যন্ত বড় জয় পায় অস্ট্রেলিয়া। এই জয়ে প্রতিযোগীতায় টিকে রইলো অস্ট্রেলিয়ার মেয়েরা।