বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল কারাবাও কাপ ধরে রাখার শেষ ধাপে পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে তারা সেমিফাইনালের ফিরতি লেগের খেলায় উড়িয়ে দিয়েছে টটেনহাম হস্পারকে। নিজেদের মাঠের খেলায় ৪-০ গোলে জয় পেয়েছে দলটি। প্রথম লেগের খেলায় লিভারপুল ১-০ গোলে হেরেছিল। ফলে ৪-১ গোলের জয় নিয়ে তারা ফাইনাল পৌঁছেছে। শিরোপা ধরে রাখার লড়াইয়ে লিভারপুল নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে।
প্রথম লেগের খেলায় হারের ফলের এ ম্যাচে লিভারপুলের সামনে জয়ের বিকল্প ছিল না। শুধু জয় নয়, অন্তত দুই গোলের ব্যবধানে জয় দরকার ছিল। নিজেদের মাঠে খেলা হলেও জয়টা সহজে আসেনি। অন্তত প্রথম গোলের জন্য তাদের লম্বা একটা সময় অপেক্ষা করতে হয়েছে। কোডি গাকপোর গোলে তারা প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায়।
ফাইনালে খেলার জন্য লিভারপুলের আরো একটা গোলের দরকার ছিল। দ্বিতীয়ার্ধে তারা একে একে তিনবার টটেনহামের জালে বল ফেলেছে। মোহাম্মদ সালাহ ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কাজটি সহজ করে দেন। পরে আরও দুই গোল পায় লিভারপুল।