সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরে নেই আনুষ্ঠানিক ফাইনাল ম্যাচ। তবে আজকের বাংলাদেশ-নেপাল লড়াই কার্যত পরিণত হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচে। সন্ধ্যা ৭টায় রাজধানীর কিংস অ্যারেনায় শুরু হবে দুই দলের বহুল প্রতীক্ষিত এই মুখোমুখি লড়াই।
টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে শতভাগ জয় তুলে নিয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেপাল। আজকের ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। অন্যদিকে, জিততেই হবে নেপালকে—তাও নির্দিষ্ট ব্যবধানে। নেপাল ১-০ ব্যবধানে জিতলে হেড টু হেড, গোল পার্থক্যসহ অন্যান্য হিসাব-নিকাশে এগিয়ে থেকে শিরোপা ছিনিয়ে নিতে পারে তারা।
এর আগে টুর্নামেন্টের কয়েকটি ম্যাচ খেলা হয়েছিল অনুশীলন মাঠে, বৃষ্টির কারণে মূল মাঠ অনুপযুক্ত হয়ে পড়ায়। তবে মাঠের অবস্থা উন্নত হওয়ায় ফের মূল ভেন্যুতে ফিরেছে খেলা।
বাংলাদেশ চাইছে কোনো জটিল সমীকরণে না গিয়ে জয় তুলে নিয়ে উৎসব করতে। কোচ বাটলার আজ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ তিন ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন দলের অন্যতম তারকা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা, যিনি গত আসরের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ও ছিলেন।
শিরোপার দৌড়ে জমজমাট উত্তেজনায় জমে উঠেছে পুরো টুর্নামেন্ট। আজ দেখা যাবে কে হাসবে শেষ হাসি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















