বাংলাদেশ জাতীয় ফুটবল দলে একের পর এক প্রবাসী খেলোয়াড় যোগ করে চমক দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার দলে যোগ দিতে যাচ্ছেন কিউবা মিচেল। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড অনুর্ধ্ব-২১ দলের খেলোয়াড় মিচেল।
এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন প্রক্রিয়া শেষ করেছেন এই তরুণ মিডফিল্ডার। গতকাল মঙ্গলবার তার বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ হয়। কিউবার মা বাংলাদেশি, বাবা জ্যামাইকান। মার সূত্র ধরে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পাবেন তিনি। বেশ কিছুদিন ধরেই তার প্রতি নজর রেখেছিল বাফুফে।
জামাল ভূঁইয়ার হাত ধরে শুরু হয়েছিল প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভূক্তির কাজ। তারই ধারাবাহিতায় একে একে যোগ হয়েছেন হামজা চৌধুরী, ফাহমিদুল, সমিত সোম ও কিউবা মিচেল।
মিচেলের জাতীয় দলে যোগদান নিঃসন্দেহে মিডফিল্ডে শক্তি বাড়াবে। এখন অপেক্ষা শুধু তার আনুষ্ঠানিক ঘোষণা। প্রবাসী ফুটবলের অন্তর্ভূক্তির মাঝ দিয়ে আবার ফুটবলে জোয়ার আসতে শুরু করেছে। আগামী ১০ জুন হামজা প্রথমবারের মতো দেশের মাটিতে খেলবেন। এরই মধ্যে তার টিকেট শেষ।
