কুয়াশায় ৪১.৩ ওভারে শেষ হলো মুলতান টেস্টের প্রথম দিন

একের পর এক উইকেট শিকারে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উৎসব

মুলতান টেস্টের প্রথম দিনটা ভালো কাটেনি স্বাগতিক পাকিস্তানের। দিন শেষে স্কোরবোর্ডে রান ১৪৩। উইকেটের হারিয়েছে চারটি। সব মিলিয়ে কঠিন একটা দিন। খেলা হয়েছে মাত্র ৪১.৩ ওভার। কুয়াশা আর আলোর স্বল্পতার কারণে খেলার এমন অবস্থা। কুয়াশার কারণে দেরিতে খেলা শুরু হয়েছে, আর আলোর স্বল্পতার কারণে আগেভাগে খেলা শেষ হয়েছে।

টস জয়ের পর আগে ব্যাট হাতে নামা পাকিস্তানের জন্য শুরুটা ছিল খুবই অস্বস্তিকর। একের পর এক উইকেট পতনে অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছিল। মাত্র ৪৬ রানে শীর্ষ চার ব্যাটারকে হারায় তারা। অধিনায়ক শন মাসুদ (১১), সাবেক অধিনায়ক বাবর আজম (৮), ওপেনার মোহাম্মদ হুরাইরা (৬) ও কামরান গুলাম (৫) আউট হয়ে যান। চার উইকেটের তিনটি নেন জেডেন সিলস। অন্য উইকেটের মালিক গুদাকেশ মোতি।

এমন বিপর্যয়ের মাঝে কিছুটা স্বস্তি এনে দেন পঞ্চম উইকেট জুটিতে ব্যাটিংয়ে নামা সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তারা ৯৭ রানের জুটি গড়েছেন। উভয়ে এরই মধ্যে হাফ সেঞ্চুরি পা রেখেছেন। শাকিল ৫৬ রানে ব্যাট করছেন। আর রিজওয়ান অপরাজিত ৫১ রানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও এ ম্যাচের তেমন কোনো গুরুত্ব নেই। কেননা দুই দলের কারও অবস্থা ভালো নয়। ওয়েস্ট ইন্ডিজ সবার নিচে। তাদের ওপরেই রয়েছে পাকিস্তান।

Exit mobile version