নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরে বসেছে শ্রীলঙ্কা। আজ অনুষ্ঠিত হচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। নিউজিল্যান্ডের সামনে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। আর শ্রীলঙ্কার লড়াইয়ে হোয়াইট ওয়াশ এড়ানোর। নেলসনে শুরু হওয়া সে লড়াইয়ে সব নজর কেড়েছেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা। তার অসাধারণ সেঞ্চুরিতে প্রথমে ব্যাট হাতে নেমে ৫ উইকেটে ২১৮ রান করেন।
হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাটিং তাণ্ডব করেছেন কুশাল পেরেরা। করেছেন ক্যারিয়ার সেরা ব্যাটিং। ১০১ রান করেছেন। মাত্র ৪৬ বলে এই রান করেন তিনি। ১৩টি চার ও চারটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
৪৪ বলে পেরেরা সেঞ্চুরিতে পৌঁছান। কোনো শ্রীলঙ্কান ব্যাটারের এটা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি।
চতুর্থ উইকেটে কুশাল পেরেরা ও চারিথা আশাঙ্কা ১০০ রান যোগ করেন। মাত্র ৪৫ বলে এই রান করেন তারা। চারিথা ২৪ বলে ৪৬ রান করেন। একটি মাত্র বাউন্ডারি তার ইনিংসে, আর ওভার বাউন্ডারি পাঁচটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















