বুন্দেসলিগায় উড়ছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে তারা। গত রাতে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়ের্ডার ব্রেমেনকে। বায়ার্নের জয়ের রাতে রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। জোড়া গোল করে বায়ার্নের হয়ে গোলের সেঞ্চুরি করেছেন এই ইংলিশ ফুটবলার।
ইউরোপের শীর্ষ ৫ লিগে একটি ক্লাবের হয়ে দ্রুততম শততম গোলের কীর্তি গড়েছেন কেইন। বায়ার্ন ফরোয়ার্ড এই কীর্তি গড়তে খেলেছেন ১০৪ ম্যাচ। এর আগে এই কীর্তি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো আর আর্লিং হালান্ডের। উভয়ে ১০৫ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন।
২০১১ সালে রোনালদো রেকর্ডটি গড়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। আর হালান্ড কীর্তিটি গড়েছেন গত বছর ম্যানচেস্টার সিটির হয়ে।
নিজেদের মাঠের খেলায় ২২ মিনিটে বায়ার্নের হয়ে প্রথম গোল করেন জোনাথন টাহ। ৪৪ মিনিটে ব্রেমেনের বক্সে হ্যারি কেইন ফাউলের শিকার হলে পেনাল্টি হয় বায়ার্ন। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০তে এগিয়ে নেন কেইন। বিরতির পর লুইস দিয়াজের পাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন ইংলিশ তারকা। ৮৭ মিনিটে বায়ার্নের হয়ে চতুর্থ গোল করেন কনার্ড লাইমার।
৫ ম্যাচ সবকটিতে জয় নিয়ে বায়ার্ন এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ব্রেমেনে ৪ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















