বিশ্বখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে পারফর্ম করবেন। ১৫ জুলাইয়ের ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধের বিরতিতে শাকিরা মঞ্চ মাতাবেন।
৫৪ হাজার দর্শক উপস্থিত থাকবেন হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে লড়াই চলার মাঝে কার্ডি বি ও শাকিরা তাদের জনপ্রিয় গান ‘পুন্তেরিয়া‘ গেয়ে দর্শকদের মুগ্ধ করবেন।
কোপা আমেরিকার ফাইনালে এই প্রথমবারের মতো পারফর্ম করবেন শাকিরা। এর আগে২০০৬ সালের বিশ্বকাপের থিম সঙ ‘হিপস ডোন্ট লাই’ এবং ২০১০ সালের বিশ্বকাপের থিম সঙ ‘ওয়াকা ওয়াকা’ গেয়েছিলেন তিনি।