টানা দ্বিতীয় বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয়ের খুব কাছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ চারে উঠেছে উরুগুয়ে।
রোববার সকালে ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে সেমিফাইনালে পা রাখে উরুগুয়ে। ২০২২ সালের বিশ্বকাপের পর ২০২৪ সালে এসেও সেলেসাওরা বিদায় নিলো টাইব্রেকারে।
ব্রাজিলের এই হারের মধ্য দিয়ে শেষ হলো কোয়ার্টার ফাইনাল পর্ব। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেরই ভাগ্য নির্ধারণ হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। আর্জেন্টিনা প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়েছে টাইব্রেকে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডাও ভেনেজুয়েলার বিপক্ষে জয় পায় স্নায়ুচাপের যুদ্ধে।
প্রথম সেমিফাইনালে এই দুই দলেরই দেখা হচ্ছে। ফলে কানাডা ও আর্জেন্টিনা মুখোমুখি হবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে। এবারের কোপা আমেরিকা শুরুও হয়েছিল এই দুই দলের ম্যাচ দিয়ে। যেখানে ২-০ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা।
বাকি দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে রোববার। দিনের প্রথম ম্যাচে কলম্বিয়া ৫-০ গোলে পানামাকে হারা। সবশেষ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে বিদায় করে দেয়া উরুগুয়েকে সেমিতে পাচ্ছে কলম্বিয়া।
সেমিফাইনাল ১ আর্জেন্টিনা বনাম কানাডা ১০ জুলাই, সকাল ৬টা মেটলাইফ স্টেডিয়াম
সেমিফাইনাল ২ উরুগুয়ে বনাম কলম্বিয়া ১১ জুলাই, সকাল ৬টা ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম