কোপা দেল রে থেকে বিদায় বার্সেলোনার

কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলো বার্সেলোনা। বুধবার টানটান উত্তেজনাপূর্ণ খেলায় অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-৪ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। অতিরিক্ত সময়ে বিলবাও জোড়া গোল করলেও বার্সেলোনা কোনো গোল পায়নি।

চলতি মৌসুমে বার্সেলোনার অবস্থা বেশ নাজুক। কয়েকদিন আগে স্প্যানিশ সুপার কাপে দলটির সমর্থকরা হতাশ হয়েছে। এবার কোপা দেল রে থেকে ছিটকে গেলো তারা। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্ন টিকে আছে বার্সেলোনার সমর্থকদের।

বুধবার অ্যাওয়ে ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়লেও জাভির শিষ্যরা বিরতির বাঁশি বাজার আগে শুধু যে সমতায় ফিরেছিল তা নয়, ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। রবার্ট লেভানডোভস্কি ২৬ মিনিটে সমতায় ফেরানোর পর লামিনে ইয়ামাল ৩২ মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন। বিরতির পরপরই বিলবাও সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত সময়ে কোনো দল আর গোল পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

এ সময়ে বার্সেলোনাকে চমকে দেয় ইনাকি উইলিয়ামস ও নিকো উইলিয়ামস। প্রথমার্ধের ইনজুরি সময়ে ইনাকি এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে নিকো গোল করে বিলবাও সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন।

কোপা দেল থেকে এ বিদায় বার্সেলোনার কোচ জাভিকে আবার অস্বস্তিতে ডুবিয়ে দিল। এমনিতে খেলোয়াড়দের সঙ্গে দলটির সাবেক অধিনায়কের সময়টা ভালো যাচ্ছে না তার ওপর এই হার কর্মকর্তাদের সঙ্গেও সম্পর্কের অবনতি হতে পারে।

লা লিগায় বার্সেলোনা বর্তমানে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা দল জিরোনার সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্টের। আর চির প্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৭।

Exit mobile version