কোপা দলে রেতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় সেমিফাইনালে ফিরতি লেগে বার্সেলোনা জয়ূ পেয়েছে ৩-১ গোলে। প্রথম লেগে ৫-০ গোলে এগিয়ে থাকায় ৮-১ গোল করে ফাইনালে পৌঁছেছে বার্সেলোনার নারী ফুটবল দল।
বার্সেলোনার হয়ে এ ম্যাচে গোল করেছেন পাত্রি গুইজারো ও ইওয়া পাজোর। পাজোর জোড়া গোল করেন। রিয়াল মাদ্রিদের হয়ে সিগনে ব্রুন গোল করেন। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে রিয়াল মাদ্রিদ গোলটি পায়।
বার্সেলোনার ফাইনালে পৌঁছানো নিয়ে কোনো সন্দেহ ছিল না। বিশেষ করে প্রথম লেগের বড় জয় তাদের অনেকটা এগিয়ে রেখেছিল। তারপরও এ ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনার জন্য তেমন ভয়ঙ্কর কিছু তারা করতে পারেনি।
আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন পাজোর। এ ম্যাচে অবশ্য একাদশে ছিলেন না। তবে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসলেও করেছেন জোড়া গোল।
ফাইনালে ওঠার মাঝ দিয়ে বার্সেলোনা আবার কোয়ার্ড্রপল জয়ের দিকে এগিয়ে গেল। এরই মধ্যে তারা স্প্যানিশ সুপার কোপা জয় করেছে।