কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যানইউ-লিভারপুল

এফএ কাপ

সাউদাম্পটনকে উড়িয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে লিভারপুল। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা ৩-০ গোলে জয় পেয়েছে। জেডেন ড্যানস করেছেন জোড়া গোল। লিউস কোমাস করেন অন্য গোলটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।

অ্যাওয়ে ম্যাচে নাটকীয় জয়ে শেষ আটে পৌঁছেছে ম্যানইউ। নটিংহাম ফরেস্টকে ১-০ গোলে হারায় তারা। ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো ৮৯ একমাত্র গোলটি করেন।

লিগ কাপের ফাইনালে চেলসিকে হারানোর তিনদিন পরে অনুষ্ঠিত এ ম্যাচে লিভারপুল তাদের তরুণ দল মাঠে নামায়। সিনিয়র দলের হয়ে ড্যানস এবারই প্রথম গোলের দেখা পেয়েছেন। অন্যদিকে কোমাস অভিষেক ম্যাচেই গোল করেছেন।

ম্যাচ শেষে তাই ড্যানসের উচ্ছ্বাসের শেষ নেই। তিনি বলেন, আজ আমার আনন্দের শেষ নেই। আজ আমার জীবনের সেরা দিন। ছোটবেলা থেকে আমি লিভারপুলকে দেখে আসছি। আর ম্যাচে গোল করা তো স্বপ্নের ব্যাপার। এর থেকে আনন্দের বিষয় আর হতে পারে না।

কোমাস হচ্ছেন ওয়েলসের জাতীয় দলের সাবেক খেলোয়াড় জ্যাসন কোমাসের ছেলে। ১৮ বছর বয়সী কোমাস বিরতির আগে গোল করে দলকে এগিয়ে নেন। ববি ক্লার্কের কাছে পাওয়া বলে দারুণ এক গোল করেন তিনি।

এদিকে কঠিন সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে মৌসুমে অন্তত একটা ট্রফি জয়ের সম্ভাবনা এখনো তাদের সামনে রয়েছে। ১২ বারের এফএ কাপ চ্যাম্পিয়ন দলটির সামনে এখন কঠিন পরীক্ষা। কেননা পরবর্তী ম্যাচের প্রতিপক্ষের নাম লিভারপুল।

ম্যাচ শেষে ম্যানইউ কোচ টেন হাগ বলেন, আমরা সঠিক সময়ে গোল করেছি। প্রত্যেক জয়ই গুরুত্বপূর্ণ। এ ম্যাচে দল যেভাবে খেলেছে তা সত্যিই দারুণ। এমন পারফরম্যান্স প্রত্যেক ম্যাচেই দেখাতে হবে।’

Exit mobile version